Last Updated: Friday, September 6, 2013, 20:15
রাত পোহালেই অগ্নিপরীক্ষা। সুর না কি সন্ত্রাস, শেষ পর্যন্ত কে জিতবে ভূস্বর্গে? জুবিন মেহতার কনসার্টকে ঘিরে উত্তেজনায় ফুটছে কাশ্মীর। বিভিন্ন বিচ্ছিন্নতাপন্থী সংগঠন এই অনুষ্ঠানের ঘোর বিরোধী। কনসার্টে হাজির হলে পরিণতি ভাল হবে না বলে হুমকিও দেওয়া হয়েছে। তার মধ্যেই চলছে সুরের ঝর্নাধারায় উপত্যকাকে ভরিয়ে দেওয়ার প্রস্তুতি। একটা কনসার্ট। আর তাকে ঘিরেই এখন সরগরম কাশ্মীর।